১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

নারায়ণগঞ্জে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

-

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ সড়ক অবরোধ করেছেন। দীর্ঘ সময় ধরে তারা ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা হতে দুপুর দেড়টা পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে
রাখে। আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশন। এই কারখানায় কয়েকশ’ শ্রমিক রয়েছেন। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুজিয়ে দেয়া হয় না। বিনা কারণে শ্রমিকদের সাথে স্টাফরা খারাপ আচরণ করে। এমনকি কারখানার ভেতরে ক্যানটিন না থাকলেও কাউকে নাস্তা খাওয়ার জন্য বাইরে যাওয়ার সুযোগ দেয়া হয় না। এ ছাড়া সকাল ৮টার এক মিনিট পর কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২ টার এক মিনিট পর গেটের সামনে হাজির হলেও ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না। মালিকের কঠিক এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে।

তারা আরো জানান, কোনো কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়। এ ছাড়া মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের নানাভাবে হয়রানিসহ হুমকি দেয়া হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের কোনো ধরনের বকেয়া না থাকা সত্ত্বেও তারা রাস্তায় এসে সড়ক অবরোধ করে রাখে এবং বিক্ষোভ করে। তাদের সাথে কথা বলে মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সাথে নিয়ে সমস্যার সমাধান করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আরো সংবাদ



premium cement