জাবি শিক্ষার্থীর ওপর বহিরাগত শিক্ষার্থীর হামলা
- জাবি প্রতিনিধি
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী হুসনে মুবারক বহিরাগত এক শিক্ষার্থীর হামলার শিকার হয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের সিবগাতুল্লাহ আল ছামি।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যলয়ের বোটানিক্যাল গার্ডেনের পিছনে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থীরা ফিল্ডওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় অবস্থান করছিলেন। সেখানে তারা দুইজন বহিরাগতকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় হুসনে মুবারক বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্বুর রাজ্জাককে ফোনে জানান।
প্রক্টরকে বিষয়টি অবহিত করার কারণে অভিযুক্ত বহিরাগত শিক্ষার্থী হুসনে মুবারকের ওপর অতর্কিত হামলা চালায়। আহত অবস্থায় হুসনে মুবারককে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে যান। অভিযুক্তের অভিভাবকের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম তার থেকে মুচলেকা নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা