ছিনতাইয়ের অভিযোগে চাকরিচ্যুত পুলিশসহ তিনজন গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫
রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে ছিনতাইয়ের ঘটনায় চাকরিচ্যুত কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- চাকরিচ্যুত পুলিশ সদস্য মো: হাকিম উদ্দিন (৩০), তার সহযোগী মো: শহিদ (৩৫) ও আল আমিন মাতুব্বর (২২)। গত সোমবার রাতে হাতিরঝিলের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল মঙ্গলবার ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশের একটি শার্ট, একটি প্যান্ট, এক জোড়া অক্সফোর্ড স্যু, পুলিশের একটি ট্র্যাকসুট, একটি রিফ্লেকটিং ভেস্ট, ইউনিফর্মের বিভিন্ন উপকরণ, একটি পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোনসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি জানান, তিনজন লোক হাতিরঝিলের চৌধুরী পাড়ার ৩৬ নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশের পরিচয়ে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে এমন তথ্য পাওয়ার পরই হাতিরঝিল থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হাকিম জানায় তিনি বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য। ২০২২ সালে চাকরিচ্যুত হন। চাকরি চলে যাওয়ার পর অন্যদের সাথে নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করতেন। হাকিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলাও রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা