১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

ইবনে সিনা ট্রাস্ট ও বেপজার মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর

-

ইবনে সিনা ট্রাস্ট এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বেপজার আওতাধীন সব ইন্ডাস্ট্রিজের সর্বস্তরের স্টাফ ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনার সব শাখা থেকে মেডিক্যাল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। বেপজার চিফ মেডিক্যাল অফিসার কর্নেল (অব:) ডা: সিদ্দিক আহমেদের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের অ্যাডিশনাল ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এ এন এম তাজুল ইসলাম এবং বেপজার অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বেপজার ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস) মোহাম্মদ রইস উদ্দিন, ইবনে সিনা সাভার শাখার এজিএম (অ্যাডমিন) অ্যান্ড ইনচার্জ মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইবনে সিনা ট্রাস্ট্রের করপোরেট উইং ইনচার্জ, বিজনেস ডেভেলপমেন্ট মো: হাদিউল করিম খান, সাভার শাখার অ্যাকাউন্টস ইনচার্জ মো: রফিকুল ইসলাম রাহাত, জোনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মো: সাইফুর রহমান, করপোরেট জোনাল ইনচার্জ শহিদুল ইসলাম, অফিসার বিজনেস ডেভেলপমেন্ট মনজুরুল ইসলাম, আব্দুল্লাহ আত তানভীর, তাহমিদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement