১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার দাবি বাংলাদেশ মুসলিম লীগের

-

বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, কেন্দ্রীয় নেতা আকবর হোসেন পাঠান ও মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এএইচ খান আসাদ এক যুক্ত বিবৃতি দিয়েছেন। তারা বলেন, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ বাজারে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে। এরপর শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ করলে সাধারণ মানুষের কষ্ট বেড়ে যাবে। তাদের কথা চিন্তা করে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের মুসলিম লীগ জোর দাবি জানাচ্ছে।

তারা আরো বলেন, কিছু কিছু ব্যক্তি, ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান ড. মো: ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এনজিও সরকার বলে আখ্যায়িত করে ব্যর্থ বলে মনে করেন এবং আগের স্বৈরাচারী সরকারের সাথে তুলনা করে স্বৈরাচারী সরকারই ভালো ছিল বলে মন্তব্য করে। আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই। সেই সাথে আমরা তাদের বলতে চাই গত ১৫ বছর আপনারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন। এখন ছদ্মবেশে বিভিন্ন দলে অনুপ্রবেশ করে বর্তমান সরকারকে ব্যর্থ বলে মন্তব্য করছেন। আপনাদের দেশবাসী চিনে ফেলেছে, আপনারা যে আওয়ামী স্বৈরাচার সরকারের দোসর। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement