১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

প্রধান উপদেষ্টার সাথে চবি প্রতিনিধিদলের মতবিনিময়

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসিসহ অন্যরা : পিআইডি -

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয় যমুনা-য় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চবি প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য এস. এম. ফজলুল হক, স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ও চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. তোফায়েল আহমেদ এবং ভিসি দপ্তরের সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রিয়াজুল হারুন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজমান সুষ্ঠু ও শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিগত তিন মাসের সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত করে ভিসি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে প্রধান উপদেষ্টার পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন। তিনি প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং তার সুবিধামতো সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক পরিবেশ সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন এবং ভিসির নেতৃত্বে বিগত তিন মাসের কর্মকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালনায় ভিসিকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন ও উচ্চ শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার আশ্বাস দেন। তিনি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন, জনগণের জন্য বাসযোগ্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ তথা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না : হাসনাত আব্দুল্লাহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা পোরশায় ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত প্লট গ্রহণে অনিয়ম : শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা স্ত্রীসহ সাবেক এমপি জিন্নার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ নীলফামারীতে তালার আঘাতে স্ত্রীর মৃত্যু দশমিনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না : সংস্কার কমিশন প্রধান কোইকা’র অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন নির্বাচন আয়োজনে ইসিকে সহযোগিতায় ইউএনডিপির মূল্যায়ন শুরু এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ১৬ সম্পত্তি জব্দ

সকল