বান্দরবান সীমান্তে অনুপ্রবেশের সময় ৫ দালালসহ ৫৮ রোহিঙ্গা আটক
- বান্দরবান প্রতিনিধি
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। একই সাথে পাচারকাজে জড়িত সন্দেহে পাঁচ বাংলাদেশীকেও আটক করে পুলিশে দেয়া হয়েছে। শনিবার ভোরে এসব রোহিঙ্গা নাগরিক সীমান্ত পার হয়ে একটি ট্রাকে করে আলীকদমের বাইরে যাওয়ার সময় নয়াপাড়া ইউনিয়নের ভরি মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃত রোহিঙ্গা নাগরিকরা মিয়ানমারের রাখাইনের বুচি ডং এলাকা থেকে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে তারা জানান। আলীকদম বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: ইমামুল আজিম জানিয়েছেন, ভোর ৫টার দিকে একটি ট্রাকে করে রোহিঙ্গা নাগরিকরা ভরি মুখ এলাকা পার হওয়ার সময় ৫৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাচারকারী সন্দেহে আরো পঁাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া ৫৮ জন রোহিঙ্গা নাগরিকের মধ্যে পাঁচজনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বাকি ৫৩ জনকে সীমান্ত দিয়ে পুশব্যাক করা হবে বলে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে গত মাসে আলীকদম সীমান্ত থেকে ৮৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
মিয়ানমারের রাখাইনে অস্থিরতা চলায় সেখান থেকে রোহিঙ্গা নাগরিকরা এখন বান্দরবানের দুর্গম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা