বাশার সভাপতি ও আজাদ সেক্রেটারি নির্বাচিত
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ঢাকা মহানগরী উত্তরের ওলামা বিভাগের সাবেক সভাপতি ড. হাবিবুর রহমান ও বর্তমান সভাপতি ড. মীম আতিকুল্লাহর পরিচালনায় গতকাল রাজধানীর মগবাজারের দাওয়া মিলনায়তনে দেশবরেণ্য মুফাসসিরদের সমন্বয়ে মুফাসসির জোনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকার ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশারকে সভাপতি ও মারকাযুল মাদিনা আল ইসলামীর পরিচালক, মসজিদুল ইলাহ’র খতিব মাওলানা আবুল কালাম আজাদ আযহারীকে সেক্রেটারি করে ২০২৫ সালের কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও মুফাসসির জোনের সিনিয়র সহসভাপতি হিসেবে আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা তারিক মুনাওয়ার, সহসভাপতি হিসেবে আমিন বাজার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা ফখরুদ্দিন আহমেদ, আন নাহাদা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. কামরুল হাসান শাহীন, সহকারী সেক্রেটারি বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান আযহারি, অর্থ সম্পাদক মাওলানা মোল্লা নাজমুল হাসান, প্রচার সম্পাদক দারুল আমিন একাডেমির পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল আমিন ও অফিস সম্পাদক হিসেবে হাফেজ বেলাল হোসাইনকে মনোনীত করা হয়। তা ছাড়া অনুষ্ঠানে উত্তরা, স্বপ্নচূড়া, মিরপুর, রামপুরা, হাসনাবাদ ও মিডিয়া উপশাখার দায়িত্বশীল নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা