চট্টগ্রাম ইপিজেডে দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ
- চট্টগ্রাম ব্যুরো
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) জেএমএস ও ম্যারিমো নামের দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও আহতদের অবস্থা গুরুতর নয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় টানা ২ ঘণ্টা। পরে কারখানা দু’টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আহত শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন জেএমএস ও ম্যারিমো কারখানার শ্রমিকরা। এর মধ্যে জেএমএস কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের দাবি মেনে নেয় এবং তারা শনিবার থেকে কাজে যোগ দেন। তবে ম্যারিমো কারখানার শ্রমিকরা তখনো আন্দোলনে ছিলেন। শনিবার সকালেই তারা জেএমএস কারখানায় ঢুকে ভাঙচুর ও এলোপাতাড়ি হামলা চালান। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই জেএমএস কারখানার শ্রমিক। সংঘর্ষের পরপরই সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। বেলা ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: তুহিন শুভ্র দাশ নয়া দিগন্তকে বলেন, সিইপিজেড থেকে আসা বেলা ২টা পর্যন্ত ৬১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে দু’জনকে হাত-পা ভাঙা অবস্থায় পাওয়া যায়। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো: সুলাইমান নয়া দিগন্তকে বলেন, ‘কাছাকাছি দুই কারখানার শ্রমিকদের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো: আবদুস সোবহান বলেন, কারখানা দু’টির শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেছে। জেএমএস ও ম্যারিমো কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা