নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
আওয়ামী লীগের সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত ও এ মামলায় কারারুদ্ধ যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় টঙ্গী কলেজগেট এলাকায় শুরু হওয়া এ মানববন্ধন দুপুর সাড়ে ১২টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয়। কর্মসূচি চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ওই হত্যা মামলা পুনঃতদন্তের দাবি জানিয়ে বলেন, ‘এ মামলায় নূরুল ইসলাম সরকারসহ বিএনপির অঙ্গদলের পাঁচজনকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে আহসান উল্লাহ মাস্টার খুন হলেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ এ হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করে।’ তিনি বলেন, যাদের কারণে আমরা কথা বলতে পারিনি তারা আজ পলাতক। জনগণ তাদেরকে ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষেপ করেছে। ষড়যন্ত্রের শিকার নূরুল ইসলাম সরকার কারাবন্দী অবস্থায় মারা গেলেও গাজীপুরের মানুষ তাকে চিরকাল মনে রাখবে।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার তার বক্তব্যে বলেন, টঙ্গীর সরকার পরিবার বিগত একশ’ বছরেও খুনের মতো ঘৃণ্য অপরাধে জড়িত ছিল না। বিগত দিনে জিয়া পরিবারকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপিকে যেমন ধ্বংস করার চক্রান্ত হয়েছে তেমনি নূরুল ইসলাম সরকারকে হত্যা মামলায় জড়িয়ে টঙ্গীর ঐতিহ্যবাহী সরকার পরিবার ও গাজীপুর বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে।
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় প্রায় ১৩ বছর কারাভোগের পর সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পাওয়া বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘একমাত্র জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং নূরুল ইসলাম সরকারকেই শোনা কথার সাক্ষ্যে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।’
কারারুদ্ধ নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনির কান্নাজড়িত বক্তব্য চলাকালে মুহুর্মুহু স্লেøাগানে সমাবেশস্থল প্রকম্পিত হয়। রনি বলেন, আমার বাবা নির্দোষ হয়েও দীর্ঘ ২০ বছর কারাগারে। আপনারা আমার পাশে থাকায় বাবার শূন্যতা কখনো অনুভব করিনি। বাবা কারাগারে থাকার পরও বিগত সময় টঙ্গী পৌরসভার নির্বাচনে আপনারা তাকে মেয়র নির্বাচিত করেছিলেন। কিন্তু আপনাদের সেই বিজয়ও ছিনিয়ে নেয়া হয়েছিল। তিনি বলেন, বার বার বেঞ্চ পরিবর্তন করে বাদিপক্ষের পছন্দের বেঞ্চে নিয়ে তাকে অন্যায়ভাবে ফরমায়েশি রায়ে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়েছে। আমরা বিশ^াস করি, বর্তমানে বিচার বিভাগ স্বাধীন; আমার বাবা নিশ্চয়ই ন্যায়বিচার পাবেন।
নুরুল ইসলাম সরকার মুক্তি সংগ্রাম পরিষদের আয়োজনে পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদের সভাপতিত্বে ও প্রভাষক বশির উদ্দিন ও আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, একই মামলায় খালাস পাওয়া সাবেক ছাত্রদল নেতা আইয়ুব আলী। উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, হুমায়ুন কবির রাজু, রাশেদুল ইসলাম কিরণ, ইসমাইল শিকদার বসু, শেখ মো: আলেক, নূর মোহাম্মদ, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাৎ হোসেন শাহীন, সাবেক সভাপতি জসিম উদ্দিন ভাট, যুবদল নেতা সৌমিক সরকারসহ টঙ্গী-গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গী নোয়াগাঁও স্কুল মাঠে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে কমিটি ঘোষণার পর পরই অনুষ্ঠান মঞ্চে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আহসান উল্লাহ মাস্টার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা