ঢাবিতে রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা স্বর্ণপদক ও বৃত্তি প্রদান
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০৫
রোকেয়া দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হল বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান প্রভৃতি।
এ উপলক্ষে সন্ধ্যায় রোকেয়া হল মিলনায়তনে মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রোভিসি চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রোভিসি চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বেগম রোকেয়া পরিবারের সদস্য মাজেদা সাবের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বেগম রোকেয়ার স্বপ্ন : নারীর ক্ষমতায়ন ও সমাজের অগ্রগতি’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক প্রোভিসি চ্যান্সেলর এবং হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহ্মিদা বেগম। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষবৃন্দ, অ্যালামনাই, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। হলের আবাসিক শিক্ষক ওয়ার্দা রিহাব এবং তাসমিয়া নওরীন অনুষ্ঠান সঞ্চালন করেন।
ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহীয়সী নারী বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে সংগ্রাম করেছিলেন। আমাদের সমাজে এখনো অনেক বৈষম্য রয়েছে। এ কারণে বেগম রোকেয়ার আদর্শ ও সংগ্রামের ইতিহাস আমাদের সমাজে এখনো প্রাসঙ্গিক। স্বর্ণপদক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভিসি বলেন, ছাত্রীদের জীবনে বেগম রোকেয়ার আদর্শ, সংগ্রাম ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটাতে হবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী সুরাইয়া জেবিন পাপিয়া এ বছর বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্বর্ণপদক লাভ করেছেন। মেধা বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলেন, মালিক ফারিহা মেহনাজ (আইন), ফারহানা ফয়সাল সততা (ম্যানেজমেন্ট), সাদিয়া নাসরিন সারা (সমুদ্রবিজ্ঞান) এবং সুস্মিতা তালুকদার (ফার্মেসি)। সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলেন, ফেরদৌস আফরিন (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), প্রিয়া কুন্ডু (ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স), শিমু কর (রাষ্ট্রবিজ্ঞান) এবং নাজিয়া হোসেন (উদ্ভিদ বিজ্ঞান)। এ ছাড়া কল্যাণ বৃত্তি পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রী আফরিন আক্তার রিতু। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা