১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

-

কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরস্থ শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্ম নেন। তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পর্দাপণ করেন। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ফতেহ্ লোহানী ও প্রখ্যাত সাংবাদিক, চলচ্চিত্রকার ওবায়েদ-উল-হকের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রের সাথে যুক্ত হন। তিনি স্বাধীন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। চাষী নজরুল ইসলাম একুশে পদক ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তিনি চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি। এ ছাড়াও অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন । তিনি সর্বাধিক মুক্তিযুদ্ধভিত্তিক ও সাহিত্য-নির্ভর চলচ্চিত্রের নির্মাতা। তার উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রসমূহ হলো : সংগ্রাম, হাঙ্গর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, দেবদাস, শুভদা, চন্দ্রনাথ বিরহ ব্যথা, হাসন রাজা প্রমুখ। এ ছাড়া তিনি দেশবরেণ্য তিন জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব শেরেবাংলা একে ফজলুল হক, মওলানা ভাসানী ও জিয়াউর রহমানকে নিয়ে নির্মাণ করেছেন জীবনভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement