চট্টগ্রাম অ্যাডভোকেটস্ ক্লার্ক অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম ব্যুরো
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০৫
চট্টগ্রাম অ্যাডভোকেটস্ ক্লার্ক অ্যাসোসিয়েশনের এক বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীমের সঞ্চালনায় বিশেষ সাধারণ সভার প্রারম্ভে বিগত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখের রাস্তায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ইস্কন সংগঠনের সন্ত্রাসী সদস্যরা নৃশংসভাবে হত্যা করায় এক শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবে বক্তারা মরহুমের মাগফেরাত কামনায় দোয়া ও তার পরিবারবর্গসহ শুভাকাক্সক্ষীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।
এ ছাড়া উপস্থিত সদস্যরা অ্যাসোসিয়েশনের ইতঃপূর্বে সংঘটিত ঘটনাসহ বিশেষ সাধারণ সভার আলোচ্য সূচিসমূহের ওপর সার্বিক বিষয়ে আলোচনা করেন। আলোচনার প্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় নতুনভাবে পরিচালনা করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।