অবশেষে মেরামত হচ্ছে বাঁশখালী জলকদর খালের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০৫
চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র সৈকতে যাওয়ার পথে জলকদর খালের ওপরে নির্মিত বশির উল্লাহ্ মিয়াজী ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি মেরামত হচ্ছে। ৯০ ফুট দীর্ঘ এই সেতুটি পূর্ণসংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ১৫ লাখ টাকা।
গতকাল রাতে যোগাযোগ করা হলে এলজিইডির চট্টগ্রাম জেলার নির্বাহী মোহাম্মদ হাসান আলী নয়া দিগন্তকে সেতুটি সংস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপাতত সেতুটি মেরামত করে দেয়া হচ্ছে, পাশাপাশি ওই খালের ওপরে একটি অত্যাধুনিক সেতু নির্মাণের জন্য সমীক্ষা চলছে। জানা গেছে, প্রায় ১০ বছর আগে উপজেলার বাহার ছড়া ইউনিয়নের মোশারফ আলী বাজারসংলগ্ন জলকদর খালের ওপরে ৯০ ফুটের দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়। এতে সমুদ্র ঘেরা বাঁশখালী উপকূলের ছনুয়া, গন্ডামারা, কাথারিয়া,খানখানাবাদ, শিলকুপ, সরলসহ পশ্চিম বাঁশখালীর প্রায় ৩ লাখ মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়।
এ ছাড়া সেতুটি নির্মাণের ফলে উপকূলে উৎপাদিত লবণ, মাছ, কৃষিপণ্য পরিবহন সহজ হয়। সড়ক পথে হাজার হাজার ছাত্রছাত্রীদের স্কুল-কলেজ-মাদরাসায় যাতায়াতের সুবিধা হয়। অতি সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সাগর উপকূলের বিশেষ করে খানখানাবাদ, বাহাবছড়া এলাকার বিস্তীর্ণ উপকূল সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করেন। এর ফলে কক্সবাজারের আদলে সমগ্র খানখানাবাদ ও বাহারছড়া ইউনিয়নের কয়েক কিলোমিটার সমুদ্র সৈকত এলাকা নিয়ে গড়ে উঠে নয়নাভিরাম পর্যটনকেন্দ্র। তাই সেতুটির ওপর দিয়ে নতুনভাবে পর্যটকরাও যাচ্ছেন সমুদ্র সৈকতে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সচিব মো: আরিফ বৃহস্পতিবার রাতে বলেন, ওই সেতুটি মেরামত হলে এলাকার মানুষের বিশেষ করে সমুদ্র সৈকতগামী পর্যটকদের যাতায়াতে আর বেগ পেতে হবে না।