১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

প্রকৃতি রক্ষায় আইন বাস্তবায়নের দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের মানববন্ধন : নয়া দিগন্ত -

খেলার মাঠ, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক যুব সমাবেশে এসব দাবি জানানো হয়।
সমাবেশ থেকে আরো বিভিন্ন দাবি উত্থাপন করা হয়, দাবি গুলো হলো- শহীদ আনোয়ারা উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে, পান্থকুঞ্জ পার্কের অরণ্য ফিরিয়ে দিতে হবে, কাওরান বাজার থেকে পলাশী পর্যন্ত এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিল করতে হবে, সবুজে ঘেরা ওসমানী উদ্যান পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, তাজউদ্দীন পার্কের ইজারা বাতিল এবং মাঠের অভ্যন্তরের নতুন-পুরাতন সব স্থাপনা অপসারণ।
সমাবেশে গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উন্নয়নের নামে মাঠ-পার্ক বন্ধ করে রাখা হয়েছে। ধানমন্ডি মাঠে জনসাধারণ প্রবেশ করতে পারছে না। তাজউদ্দীন আহমেদ পার্ক লিজ দেয়া হয়েছে। সারা দেশের খেলার মাঠ উদ্যান এবং পার্কের একই অবস্থা।
তিনি বলেন, ধানমন্ডি মাঠ একসময় উন্মুক্ত ছিল। কিন্তু ২০০৯ সালে ধানমন্ডি ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করার পরপরই মাঠটি ঘিরে ফেলা হয়। বন্ধ হয়ে যায় সর্বসাধারণের বিচরণ ও খেলাধুলা। ধানমন্ডি মাঠসহ সারা দেশে সরকারের বিভিন্ন সংস্থার তত্ত্বাবধানে থাকা খেলার মাঠগুলো আসলে সর্বসাধারণের এজমালি মালিকানাধীন সম্পত্তি। এর ওপর ব্যক্তির বা গোষ্ঠীর বা কোম্পানির মালিকানা চাপিয়ে দেয়া লুণ্ঠনেরই আরেক নাম।


আরো সংবাদ



premium cement