সবার উপরে মুক্তিযুদ্ধ
সমাবেশে মেজর হাফিজ- নিজস্ব প্রতিবেদক
- ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আজকে গণ-অভ্যুত্থানকে স্বাধীনতার উপরে স্থান দেয়ার একটি চেষ্টা করছে একটি মহল। স্বাধীনতাযুদ্ধের সাথে, স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুরই তুলনা করতে পারি না আমরা। সবার উপরে একাত্তরের মুক্তিযুদ্ধ, চিরকাল এইভাবেই থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে দিবো না। মুক্তিযুদ্ধ বিভক্ত হবে এটাও আমরা আশা করি না।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ‘৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহঙ্কার’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মেজর (অব:) হাফিজ বলেন, শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাবে এই আশায় যখন আমরা বুক বেঁধেছি তখন দেখা গেল তার ভিসার মেয়াদ আরো বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা আশ্রয় দিবে এবং বাংলাদেশকে তারা আনস্টেবল করার জন্য, দেশে নাশকতা সৃষ্টি করার জন্য তারা (ভারত) তাকে (শেখ হাসিনা) ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার অবকাশ থাকবে না।
কিংস পার্টির ভবিষ্যৎ ভালো হবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না। জুলাই আগস্টে যে ছাত্র-নেতারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তাদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাদেরকে আবারো অভিনন্দন জানাই। কিন্তু আগামী দিনে আপনারা কোনো কিংস পার্টি করার চেষ্টা করবেন না। তিনি বলেন, একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছে। দেশপ্রেমিক হোন, জনগণের কাছে যান। জনগণের কাছে আপনাদের কী স্ট্যান্ডিং সেটি নির্বাচন না হলেতো পরীক্ষা হবে না। আপনারা মনে করেছেন এতদিনে সাবালক হয়েছেন একাই নির্বাচন করতে পারবেন; এখন আর বিএনপির প্রয়োজন নাই। মোস্ট ওয়েলকাম। আমরা তাকে স্বাগত জানাই। একটি রাজনৈতিক দলের সে অধিকার আছে, সে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা আশা করবো আমরা আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের নেতা তারেক রহমানের মূল সুর হচ্ছে আমরা যেনো ঐক্যবদ্ধ থাকি। এখন স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কথা ধামাচাপা পড়ে গিয়েছে। এখন বিএনপি জামায়াতের মধ্যে কোনো সংঘর্ষ হয় কি না এটা দেখার জন্য পত্র-পত্রিকাসহ বিভিন্ন মহল রয়েছে। আমি বলতে চাই বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা কারো ছোটখাটো কথা কিছু মনে করি না। ছাত্ররা অনেক কিছু দাবিয়াওয়া করতে পারে, আমরা কিছু মনে করি না। তারা আমাদের সন্তানতুল্য, তারাইতো ভবিষ্যতে দেশকে গড়বে। কিন্তু বর্তমান পরিস্থিতি উপলব্ধি করুন। নির্বাচন দিতে যত দেরি হবে, শেখ হাসিনা ষড়যন্ত্র করতে তত সুবিধা হবে।
নির্বাচন নিয়ে হাফিজ বলেন, আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি তখন যেন তারা অসন্তুষ্ট হয়ে যায়। আজকে জনগণকে এত কেন ভয়? জনগণ ভোট দিবে এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে? এসব এলিটিজম ছাড়েন। আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে। সংস্কারের নামে আর অধিক সময় নিবেন না। হাসিনা পলায়ন করেছে, এখন যে সংস্কার বাকি আছে সেগুলো জনগণ করবে। এখন শুধু অপরাধীদের শাস্তি বিধান করুন। আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ রাখুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা