পোষ মেনেছে বিলুপ্ত প্রাণী সজারু
- ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
কুড়িয়ে পাওয়া সজারুর নাম রাখা হয়েছে ‘পাগলা’। ঘাটাইল উপজেলার কুশারিয়া এলাকার অটোচালক লিটন মিয়ার ঘরে বেড়ে উঠছে সজারুটি। রাতের সজারুটি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। সারাক্ষণ দুষ্টুমি করে। তবে খাবারের ডাক পেলে ছুটে আসে। সজারুটির জন্য ঘরের বাইরে ঘুমানোর জায়গা বানিয়ে দেয়া হয়েছে। লিটনের বাড়িতেই এক বছর ধরে বেড়ে উঠেছে সজারুটি। কুড়িয়ে আনার সময় একদম ছোট ছিল বাচ্চাটি। লিটনের আদর আর স্নেহের কারণে পোষ মেনেছে বিলুপ্ত প্রজাতির এই প্রাণীটি। শরীরে দেখা দিয়েছে অনেক ছোট-বড় কাঁটা। কাঁটা দেখে অনেকে ভয় পেলেও ভয় পান না লিটনের পরিবারের সদস্যরা।
স¤প্রতি উপজেলার কুশারিয়া বাজারে লিটনের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির পাশে বাগানে ঘুরে বেড়াচ্ছে সজারুটি। সবাইকে অবাক করে দিয়ে পোষ মেনেছে বন্য এ সজারু। ইতোমধ্যে পাড়ার লোকজনের সাথে দারুণ সখ্যতা হয়েছে বনের এ সজারুর। লোকালয়ে নিজের মনের মতো ঘুরে বেড়াচ্ছে সজারুটি। লিটনের এই পাগলাকে দেখতে অনেকে ভিড় করছেন লিটনের বাড়িতে। সেখানে মানুষের ভালোবাসায় বড় হচ্ছে সজারুটি। লিটন বলেন, ‘কাজ থেকে ফেরার পথে এক বছর আগে ঝরকা ফায়ার রেঞ্জের দুর্গম এক পাহাড়ি টিলা থেকে সজারুর ছানাটি খঁুজে পাই’। পরে সজারুটিকে উদ্ধার করে আশপাশে মা সজারুটির খেঁাজ করার চেষ্টা করেন। না পেয়ে বাড়িতে নিয়ে এসে সজারুর ছানাটিকে লালন-পালন করেন। এক সময় বাংলাদেশে অনেক সজারু দেখা গেলেও বর্তমানে এই বন্য প্রাণীর অবস্থা বেশ বিপন্ন। এদের শরীরে অনেক কাঁটা থাকে। কাঁটাগুলো ১৪ থেকে ২৯ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। সজারুর ওজন ১০ থেকে ১৮ কেজি পর্যন্ত হয়। এরা সব ধরনের শাকসবজি, ফলমূল ও দানাশস্য খায়। লটন মিয়া আরো জানান, সজারুটিকে তিনি পাকা পেঁপে, গাজর, আলু ও ভাত খাওয়ান। তবে তাদের পোষা পাগলা সবচেয়ে বেশি খেতে পছন্দ করে বিস্কুট ও চিপস। সজারু পোষ মানার বিষয়টিকে আশ্চর্যজনক মন্তব্য করে ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: বাহাউদ্দীন সারোয়ার রিজভী বলেন, সাধারণত পাহাড়ের গর্তে থাকা এ প্রাণী লোকালয়ে সচারাচর পোষ মানার কথা না। পোষ মানলেও বন্য প্রাণী লালনপালন করা নিষেধ রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা