অর্থপাচার প্রতিরোধে ইউরোপের সহায়তা চেয়েছে বাংলাদেশ
- কূটনৈতিক প্রতিবেদক
- ০৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৯
বাংলাদেশ থেকে অর্থপাচার প্রতিরোধ ও ইতোমধ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বির সাথে সাক্ষাতে তিনি এ সহায়তা চান। উপদেষ্টা আগের সরকারের নানা অনিয়মের কথা তুলে ধরে প্রকল্পকেন্দ্রিক দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান।
ইআইবির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অবকাঠামো, অর্থনীতি ও দুর্নীতি দমনে নেয়া সংস্কার উদ্যোগগুলোর প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থনের কথা জানান। তিনি অবকাঠামো উন্নয়ন, পানি ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ক্ষেত্রে আরো কাজ করতে উৎসাহ দেখান। তিনি বিশেষ করে আঞ্চলিক কানেকটিভিটির ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মানবসম্পদ উন্নয়ন, বিশেষ করে করিগরি প্রশিক্ষণ খাতে ইআইবির সহযোগিতা চান। তিনি বলেন, বিপুলসংখ্যক বাংলাদেশী প্রবাসে কাজ করেন। দক্ষতা বাড়ানো গেলে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে আরো ভালো অবদান রাখতে পারবে।
ইআইবির অর্থায়নে বাংলাদেশে হাতে নেয়া প্রকল্পগুলোতে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততার সাথে অর্থ ছাড় করার তাগিদ দেন তৌহিদ হোসেন।
উভয়পক্ষ বাংলাদেশের তৈরী পোশাক খাতে অবিশ্বাস্য অগ্রগতির প্রশংসা করেন এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে প্রচেষ্টা জোরদার করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইআইবির ভাইস প্রেসিডেন্ট তিন দিনের সফরে গতকাল বাংলাদেশে এসেছেন। এ সফরের সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা