সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া পুলিশের লাঠিচার্জ
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা একটি বাসে করে শাহবাগ আসে। সেখান থেকে বেলা আড়াইটার দিকে তারা সচিবালয়ের দিকে যায়। এরপর পৌনে ৪টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, সংঘর্ষের সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার চলছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীরা জানায়, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সচিবালয়ে শিক্ষার উপদেষ্টার সাথে দেখা করতে যায়। পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টায় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। সে বৈঠকের জন্য চার সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে যান। এ সময় বাইরে অপেক্ষারত শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষেও বাধে।
এরপরই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি বলেন, গতকাল বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা কিছু দাবিদাওয়া নিয়ে এসেছিল। তারা এমনিতেই ১৪৪ ধারা ভেঙেছে। এর মধ্যে তারা সচিবালয়ের ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা