০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

৭ জানুয়ারির আদলে ঢাবিতে ডামি নির্বাচন ও ভোটদান প্রতিযোগিতা

-


২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনকে নিয়ে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘খুনি হাসিনার ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোটদান প্রতিযোগিতা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ কর্মসূচির আয়োজন করে। ওই নির্বাচনের স্লোগান ছিল ‘৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’ এবং ‘যত ভোট, তত নোট’।
সরেজমিন গিয়ে দেখা যায়, কেউ প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার সেজে নির্বাচনের আয়োজন করেছেন। আবার কিছু শিক্ষার্থী এসে ইচ্ছামতো ভোট দিচ্ছেন। কেউ আবার আওয়ামী লীগ নেতা সেজেছেন, যারা নির্বাচনের জন্য জনগণকে আহ্বান করছেন। এ ছাড়াও ওই ডামি নির্বাচনে একজনকে সাদা কাফনের কাপড় পরিয়ে মৃত ব্যক্তি সাজিয়ে ভোট দেখানো হয়। তা ছাড়া এক বছরের শিশুও এই নির্বাচনে ভোট দিয়েছে।

নির্বাচনকালীন কেন্দ্রের পাশে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডগুলোতে ভোট কার্যালয়ে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, ১০টা হোন্ডা-১০টা গুন্ডা-নির্বাচন ঠাণ্ডা, ষোল কোটি মানুষের একটাই ডিসিশন- জিতবে নৌকা নাই কোনো পজিশন, আপনার বাবারও ভোট হয়ে গেছে কিন্তু বাবা তো মৃত ইত্যাদি লেখা দেখা যায়।
ডামি নির্বাচনের ‘প্রতীকী প্রতিবাদ’ জানাতে কর্মসূচিতে অংশ নেয়া কাফনের পরিহিত এক ঢাবি শিক্ষার্থী বলেন, যখন আমি বেঁচে ছিলাম তখন ভোট দিতে পারিনি। আমার মৃত্যুর পরও আমার ভোট দেয়া হয়ে গেছে। তাই আজকে কবর থেকে উঠে ভোট দিতে এসেছি। গত ১৬ বছর যারা মৃত ছিল কিংবা বিদেশে ছিল, তাদের ভোটও হয়ে গেছে বলে জানানো হতো। আমি এই অবস্থায় এসে প্রতীকী প্রতিবাদ জানাতে ভোট দিতে এসেছি।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর যাবৎ এ দেশের জনগণের সব ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে করে তারা এ দেশে শাসনতন্ত্র বজায় রেখেছিল। গণমাধ্যম মারফত জানা গেছে, মৃত ব্যক্তি এসেও ভোট দিয়েছিল। সেই ফ্যাসিবাদীদের কর্মকাণ্ডের প্রতিবাদসরূপ আমরা আজকে ডামি ভোট প্রতিযোগিতার আয়োজন করেছি। এখানে অনেকে প্রতীকী ভোট দিয়েছে আমরাও তাদের ডামি টাকার নোট দিয়েছি। এখানে অনেক সাংবাদিক ভাইয়েরাও ছিলেন, যারা গতবার ভোট দিতে পারেননি। আমরা তাদের আজকে সে সুযোগ সৃষ্টি করে দিয়েছি।

 


আরো সংবাদ



premium cement
সাভারে দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলল চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯ দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার, ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েই চলছে মাঠে আদালত স্থাপনের প্রতিবাদে স্থানীয় ও ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজশাহীসহ ৫ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩ হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

সকল