বিআইআইএফের মানবসম্পদ ব্যবস্থপনা বিষয়ক সেমিনার
- ঢাবি প্রতিনিধি
- ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৫০
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্সের (বিআইআইএফ) উদ্যোগে ‘টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হিউম্যান ক্যাপিট্যাল ফর ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাজধানীর মতিঝিলে বিআইআইএফের কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবসম্পদ বিশেষজ্ঞ ড. মুহম্মদ শামসুদ্দিন। বিআইআইএফের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিআইআইটি এর মহাপরিচালক ড. এম আবদুল আজিজের সভাপতিত্বে আইআইএফের একাডেমিক কো-অর্ডিনেটর ড. কে এম জাকির হোসেন সেলিম ও বিআইআইটির ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমেদের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন রিলায়েন্স গ্রুপের সাবেক এমডি মুহাম্মাদ আব্দুল জব্বার, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্টের কাজী মুহাম্মাদ মুর্তজা আলী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মো: সাইফুল্লাহস প্যানেলিস্টবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, সকলকে নিয়ে চিন্তা করলে সেন্স অব রেসপন্সিবিলিটি বৃদ্ধি পায়। তারাই জাতীয় সম্পদ হবে, বিশ্বের সম্পদ হবে, উম্মাহর সম্পদ হবে; যারা মানব পুঁজিকে ব্যবহার করে মানব উন্নয়নের জন্য কাজ করতে সক্ষম। যারা ব্যবস্থাপনায় অপারদর্শী তারা সেবার মান বাড়াতে পারে না, সামাজিক সমস্যার সমাধান করতে পারে না, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারে না। আসলে মেরুদণ্ডহীনদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখে এবং ইসলামিক মূল্যবোধকে গুরুত্ব না দিয়ে কাক্সিক্ষত পরিবর্তন কখনোই সম্ভব হবে না।
ডা: শামসউদ্দীন বলেন, মানবসম্পদ ব্যবস্থাপনা বর্তমানের আধুনিক বিশ্বে আলোচিত একটি বিষয়। এটি যেকোনো প্রতিষ্ঠানে এপ্লাই করা যায়। মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়। এটি বাস্তবায়নে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যাকে বিশ্বমানের জনসম্পদে পরিণত করতে মানবসম্পদ ব্যবস্থার বিকল্প নেই।
সেমিনারে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মো: সাইফুল্লাহ, রিলায়েন্স গ্রুপের সাবেক এমডি মুহাম্মাদ আবদুল জাব্বার, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্টের সিইও কাজী মুহাম্মাদ মুর্তজা আলী, এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: শফিউল্লাহ, সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ শরীফ, ইসলামী ব্যাংক বাংলাদেশে পিএলসির ফরেন রেমিট্যান্স ডিভিশনের মো: আনিসুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক ড. মুহাম্মাদ আমির হোসেন, ড. গোলজারে নবী ও মো: সাইদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিআইআইটির ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমেদ, আনিসুর রহমান এরশাদ, বিআইআইএফের সহকারী পরিচালক মো: লোকমান হোসাইন উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা