০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

চবি ছাত্র হৃদয় তরুয়া হত্যায় যুবলীগ নেতা এরশাদ গ্রেফতার

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় যুবলীগ নেতা মো: এরশাদ আলমকে (৪০) গ্রেফতার দেখিয়েছে পুলিশ। রোববার রাতে নগরের চান্দগাঁও শংকর দেওয়ানজীর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরশাদ আলম চসিকের সাবেক কাউন্সিলর এসরারুল হকের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগের সদস্য। সে উত্তর চান্দগাঁও বেপারি পাড়া শংকর দেওয়ানজীর হাট মিন্নাত আলী সওদাগর বাড়ির ইব্রাহিমের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার যুবক হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সে তদন্তে প্রাপ্ত আসামি। পুলিশ জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি ছিল। ছাত্র-জনতার ওই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় তরুয়া (২১) অংশগ্রহণ করে সেøাগান দিতে থাকেন। এ সময় মহানগর যুবলীগ কর্মী ও কিশোর গ্যাং লিডার এইচএম মিঠু এবং অন্য আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে নির্বিচারে গুলি করে। এ সময় হৃদয় চন্দ্র তরুয়া কর্মসূচির স্থান থেকে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে মিঠু এবং অন্য দুষ্কৃতকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করলে তার শরীরে লাগে। গুলিবিদ্ধ হৃদয় তরুয়াকে দুষ্কৃতকারীরা লাঠিসোঁটা, রড দিয়ে পিটিয়ে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই হৃদয় চন্দ্র তরুয়া মারা যান।
এ ঘটনায় নিহত হৃদয়ের বন্ধু আজিজুল হক বাদি হয়ে গত ২০ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানায় ২০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় যুবলীগ সদস্য এরশাদ আলমকে গ্রেফতার দেখানো হয়।


আরো সংবাদ



premium cement