০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ছাত্রশিবির অধিকার হারা মানুষের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে : নূরুল ইসলাম বুলবুল

রাজধানীর কামরাঙ্গীরচরে শীতবস্ত্র বিতরণ করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্রশিবির অধিকার হারা মানুষের জন্য নতুন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির জাতীয় নেতৃত্বে যোগ্য ব্যক্তি সরবরাহের এক অনবদ্য প্রতিষ্ঠান। বাংলাদেশের জনগণের যে স্বপ্ন সেটি হচ্ছে ‘উই ওয়ান্ট জাস্টিস’। আমরা সবাই বৈষম্যহীন এক বাংলাদেশ চাই। এটাই জুলাই বিপ্লবে ছাত্র-জনতার প্রত্যাশা ছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্তিশালী করতে আজকে দেশপ্রেমিক রাজনীতিবিদ এবং ছাত্র-জনতার চাওয়া একীভূত হয়ে গেছে। ছাত্র ও জনগণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান এখন সকলে সর্বত্র দিচ্ছে। সুতরাং আজকে এই দেশবাসীর যে আকাক্সক্ষা তা বাস্তবায়নে সচেতন নাগরিকেরা ছাত্রশিবিরের ওপরে আস্থা রাখছে।
গতকাল ঢাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব শাখার ২০২৫ সালের সভাপতি, সেক্রেটারি নির্বাচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন ড. খলিলুর রহমান আল মাদানী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক শরীফ হোসাইন, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম মুরাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদ্য সাবেক সভাপতি আলাউদ্দিন আবির ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
ঢাকা মহানগর ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিদের লক্ষ্য করে নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র-জনতাসহ সবার স্বপ্ন নতুন বাংলাদেশে এক মোহনায় এসে মিশেছে। সেই স্বপ্নকে যদি বাস্তবে রূপ দান করতে হয় তাহলে দেশে ছাত্রশিবিরের কর্মসূচি ও লক্ষ্যকে সামনে রেখে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে জনগণ, অভিভাবক সর্বমহলের ছাত্রশিবিরের পাশে এসে দাঁড়াতে হবে।
সেটআপ অনুষ্ঠানে ২০২৫ সালে ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত সভাপতি হয়েছেন হেলাল উদ্দিন রুবেল এবং নবনির্বাচিত সেক্রেটারি দেলোয়ার হোসেন। ঢাকা মহানগর পূর্বের নবনির্বাচিত সভাপতি মোজাফফর হোসেন এবং নবনির্বাচিত সেক্রেটারি আসিফ আবদুল্লাহ।

 


আরো সংবাদ



premium cement