০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

রাত নামলেই চোরের উপদ্রব বাড়ে চট্টগ্রামে

-


চুরি যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগরে। প্রায় প্রতি রাতেই চট্টগ্রামের কোথাও না কোথাও একাধিক চুরির ঘটনা ঘটছে। রাত জেগে পাহারা, অতিরিক্ত সিকিউরিটি গার্ড নিয়োগ ও থানা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না নগরবাসী। চোরের উপদ্রবে উপায়ান্তর না পেয়ে এলাকার সবাই মিলে থানায় ধরনা দিয়েছেন চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ এলাকা বাকলিয়ার বাসিন্দা। জানে আলম দোভাষ সড়ক প্রকাশ বাকলিয়া এক্সেস রোড, বলাকা আবাসিক, শন্তিনগর, ছৈয়দশাহ রোড এলাকার ব্যবসায়ী ও বসবাসরতরা থানায় অভিযোগ দিয়েও এখনো কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন নয়া দিগন্তকে।
এমনকি অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বাকলিয়া থানায় মামলাও করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো: আলী আকবর। মামলা সূত্রে জানা যায়, গত সপ্তাহে বাকলিয়া এক্সেস রোডস্থ নজির আহমেদ মার্কেটের নিচতলায় সেমিপাকা দোকান থেকে ৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়। মালিক আলী আকবর জানান, রাত ১০টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। পরদিন সকাল সাড়ে ৯টায় এসে দেখি আমার দোকানের ভেতরে রাখা ২৯ কয়েল বিজলী ক্যাবল এবং থ্রি-ফেইস মিটারের ৯২ ফিট তামার তার কে বা কারা নিয়ে গেছে। পরে উপরের দিকে তাকিয়ে দেখি ছাউনির টিন ও লোহার গ্রিল কাটা।
এভাবে চুরির ঘটনা ঘটেছে এক্সেস রোডস্থ দোহা ফুডের শোরুম সংলগ্ন মাহি স্টোরেও। মালিক আব্দুল মাবুদ জানান, সেই রাতে আমার দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। অথচ এই রোডে রাতভর গাড়ি চলাচল করে এবং বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড থাকে। এরপরও চোরচক্র কিভাবে এই অঘটন ঘটায় বুঝতে পারছি না।

এ ছাড়া কয়েক দিন আগে বলাকা আবাসিক এলাকার আরাফাত টাওয়ার থেকেও বেশ কিছু জিনিস চুরি হয়। ওই এলাকার সভাপতি ডা: নুরুল মোস্তফা বলেন, আমরা বেশ কিছুদিন ধরে চোরের উপদ্রবে নিদারুণ কষ্টে আছি। এই চোরচক্র শান্তিনগর বাজারের মসজিদ ও এক্সেস রোড মসজিদ থেকেও তার চুরি করে নিয়ে গেছে।
এম রহমান নামে একটি দোকান থেকে প্রায় ৯০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোররা। দোকান মালিক নুরুল হক বলেন, আমাদের এলাকায় বিভিন্ন দোকানে ও বাসায় চুরির ঘটনা ঘটছে দেখে আমি সর্বোচ্চ সতর্ক ছিলাম। এরপরও শেষ রক্ষা হলো না। একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এই এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় খবর আসে বাকলিয়া এক্সেস রোডে এক ব্যক্তির আইফোন ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাকলিয়া থানায় মামলা করেছেন। এ ছাড়া বলাকা আবাসিকের মুখে ডা: এহসানের বাড়ি থেকেও মালামাল চুরি হয়। শুধু বাকলিয়া এলাকা নয় পুরো চট্টগ্রাম নগরেই সন্ধ্যা নামলেই বেড়ে যায় ছিনতাইকারীদের উপদ্রব। আর রাতে ঘটে চুরির ঘটনা।
এসব অভিযোগ নিয়ে যোগাযোগ করা হলে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন নয়া দিগন্তকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। এরপরও বাকলিয়া এক্সেস রোড এলাকার চুরি ও ছিনতাইয়ের ঘটনাগুলো নিয়ে আমরা তথ্যপ্রযুক্তির সাহায্যে কাজ করছি। আশা করছি শিগগিরই এই চক্রকে আইনের আওতায় আনতে পারব।

 

 


আরো সংবাদ



premium cement