০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হলেন নজরুল ইসলাম

-

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো: নজরুল ইসলাম। সচিব পদে পদোন্নতির পর তাকে এই নিয়োগ দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নজরুল ইসলাম একজন সৎ, দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। তিনি ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে প্রশাসনের অনেক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন। এমনকি দীর্ঘ সময়ে একটি পদোন্নতিও পাননি। ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে থাকা স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়।
নজরুল ইসলাম ১৯৯৩ সালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, দুর্নীতি দমন ব্যুরোর জেলা দুর্নীতি দমন কর্মকর্তা, চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি), শিল্প ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ও জননিরাপত্তা বিভাগের সচিবের একান্ত সচিব, মৌলভী বাজারের অতিরিক্ত জেলা প্রশাসক, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কাজ করেছেন।
কুমিল্লায় জন্ম নেয়া এই কর্মকর্তা এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর দেশে-বিদেশে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 


আরো সংবাদ



premium cement