০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বোর্ড চেয়ারম্যানসহ ১৪ কর্মকর্তা অবরুদ্ধ

-

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীতে তাঁত বোর্ডের চেয়ারম্যান, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলার ইউএনও ও অধ্যক্ষসহ ১৪ জন কর্মকর্তাকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টা থেকে তারা অবরুদ্ধ রয়েছেন। অবরুদ্ধরা হলেনÑ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, (এনডিসি), (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ও পরিচালক (প্রশাসন) (অ:দা:) আকরামুজ্জামান, প্রধান হিসাবরক্ষক এবং প্রকল্প পরিচালক (অ:দা:) সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক (অ:দা:), মো: আইয়ুব আলী, ব্যবস্থাপক (অপারেশন) মো: মনজুরুল ইসলাম, ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মো: সাইফুল হক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুবুল হকসহ ১৪ জন। শিক্ষার্থীদের দাবি তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদফতরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন করে আসছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সভা সমাবেশ ও মানববন্ধন করেছে। এর ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করার জন্য একাধিকবার আশ্বাস দিয়েও তা পূরণ না হওয়ায় আজ তারা এই কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধ হওয়া কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও কলেজের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে একটি সভা করার জন্য তারা কলেজে আসেন। সভা করার লক্ষ্যে সবাই একটি রুমে মিটিং করা অবস্থায় শিক্ষার্থীরা এক দফা দাবিতে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীরা জানান, এখানে ভর্তি হওয়ার পর টেক্সটাইল কলেজের নিয়ম অনুযায়ী যেসব শিক্ষককে দিয়ে ক্লাস করানো করার কথা তা না করে ডিপ্লোমা শিক্ষকদের দিয়ে ক্লাস পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অজুহাতে দফায় দফায় তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তারা আরো জানায়, এই কলেজটি দেশের আরো ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ন্যায় পরিচালনা করার কথা। কিন্তু অদৃশ্য কারণে তা করছে না কর্তৃপক্ষ।

 

 

 


আরো সংবাদ



premium cement