‘জুলাই অভ্যুত্থানে বিজয় একাত্তর হলের স্মৃতিচারণ’
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানে বিজয় একাত্তর হল: অবদান, স্মৃতিচারণ’ শীর্ষক এক অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে ডকুমেন্টরি প্রদর্শনী, গ্রাফিতি প্রদর্শনী, মেডিক্যাল সেবা ক্যাম্প আয়োজন এবং অভ্যুত্থানে হলের আহত শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা প্রণোদনা বিতরণ করা হয়।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হলের শিক্ষার্থী আব্দুল কাদের ও জসীম উদ্দিন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন। মুবাশ্বিরুজ্জামান হাসান অনুষ্ঠান সঞ্চালন করেন।
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, নতুন বাংলাদেশ অর্জনে আমাদের শিক্ষার্থীদের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষার্থীসহ অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে পেছনে ফেরার সুযোগ নেই। ছাত্র-জনতার আত্মত্যাগের ঋণ আমাদের সবসময় মনে রাখতে হবে। তাদের অবদান ও স্মারক বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয়ে একটি সংগ্রহশালা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম ও আন্তরিকতা এবং সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে হলের আহত ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে চিকিৎসা প্রণোদনা বিতরণ করা হয়।
ঢাবি আরবি বিভাগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
বাসস জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আরবি বিভাগের উদ্যোগে ‘কারেন্ট ট্রেন্ডস ইন অ্যারাবিক লেঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি স্টাডিজ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল শুরু হয়েছে।
ঢাবির ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আর সি মজুমদার আর্টস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।
ভিসি আরবি ভাষা ও সাহিত্যকে উপজীব্য করে প্রথমবারের মতো এই সম্মেলন আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, পবিত্র কুরআনের ভাষা হওয়ায় আরবির যেমন মর্যাদা রয়েছে তেমনি আন্তর্জাতিক পরিসরে যোগাযোগের ক্ষেত্রেও এই ভাষার গুরুত্ব অপরিসীম।
নিয়মিত পড়াশোনা ও বিভাগের শিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার মাধ্যমে আরবি ভাষায় দক্ষতা অর্জনের জন্য এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুরে আলমের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বকর রফিক আহমদ।
প্রকাশিত প্রতিবেদন বিষয়ে ঢাবি কর্তৃপক্ষের বক্তব্য
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ‘ডাকসু নির্বাচন ইস্যুতে ছাত্রদল-শিবিরের হামলায় ভিসি ও প্রক্টরসহ শতাধিক আহত’ শীর্ষক প্রতিবেদনের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই প্রতিবেদনে হামলার বিষয়ে যা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও গুজব।
প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন এবং গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে যে, এ বিজ্ঞপ্তির মাধ্যমে অসত্য প্রতিবেদন ও গুজবকে ঘিরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন হবে। বিজ্ঞপ্তি।