০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
অরক্ষিত হয়ে যাচ্ছে নিরাপত্তার বলয়

সচিবালয়ের সামনে বহিষ্কৃত এসআইদের অবস্থান

-

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ সুবিধা ও পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেয়া পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল সকালে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
সম্প্রতি সচিবালয়ে আগুনের ঘটনায় নিরাপত্তা বাড়ানো হলেও কেপিআই এরিয়াভুক্ত সচিবালয়ের সামনে এই অবস্থান কর্মসূচির কারণে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে একাধিক পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে এ বিষয়ে জানতে চাইলে কেই প্রকাশ্যে মুখ খোলেননি।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া অব্যাহতি পাওয়া পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ কয়েকজন এসআই বলেন, তারা চাকরি ফিরে চান। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। এভাবে চাকরি থেকে অব্যহতি দেয়ায় তাদের সাথে চরম বৈষম্য করা হয়েছে। এতে তারা ও তাদের পরিবার অসহায় বোধ করছেন। দ্রুতই তারা এই অবস্থার প্রতিকার চান।

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে মোট ৮২৩ জন ছিলেন। প্রশিক্ষণ চলাকালীন শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাদের মধ্যে ৩২১ জনকে একাধিক দফায় চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। সর্বশেষ গত ১ জানুয়ারি আটজনকে অব্যাহতি দেয়া হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকা।
বক্তারা বলছেন, আমাদের অপরাধ যদি এতটাই গুরুতর হয়, তবে সেটা প্রমাণ করুন। কিন্তু সামান্য কারণ দেখিয়ে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবেন না। বাংলাদেশ পুলিশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই তরুণদের স্বপ্ন ও ভবিষ্যৎ রক্ষার জন্য কী সিদ্ধান্ত নেয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া সাবেক ক্যাডেট এসআই মোস্তফা বলেন, এক বছর ধরে কঠোর পরিশ্রমের পর সামান্য কারণে আমাদের চাকরি হারাতে হলো। আমরা নি¤œ মধ্যবিত্ত পরিবারের সন্তান; এই চাকরিটাই আমাদের স্বপ্ন ছিল। আমাদের পুনর্বহাল করা হোক।
আরেক আন্দোলনকারী সাজেদুল হাসান বলেন, ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে আমাদের অব্যাহতি দেয়া হয়েছে। আমরা ন্যায়বিচার চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই।
চাকরিচ্যুত এসআই রবিউল ইসলাম বলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে আমাদের চাকরি কেড়ে নেয়া হয়েছে। এটি অবিচার ছাড়া কিছুই নয়। সরকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ফিরে যাওয়ার সুযোগ দিন।
অব্যাহতিপ্রাপ্ত এসআইদের চাওয়া সরকার তাদের অনুরোধ শুনুক এবং পুনর্বহালের মাধ্যমে তাদের স্বপ্নকে আবারো জাগিয়ে তুলুক।


আরো সংবাদ



premium cement