তা’মীরুল মিল্লাত মাদরাসায় বই উৎসব
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:২২
সরকারের পূর্বঘোষণা অনুযায়ী গতকাল বই বিতরণ উৎসব অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে রাজধানীর তামিরুল মিল্লাত মাদরাসায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তামিরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. কোরবান আলী।
নতুন বই হাতে পেয়ে ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, মেইন ক্যাম্পাসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী এবং তামীরুল মিল্লাত ট্রাস্টের মোতাওয়াল্লী মাওলানা সাব্বির আহমেদ।
দ্বিতীয় শ্রেণীর তাসবিহাসহ এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই গ্রহণের আনন্দ ছড়িয়ে পড়ে। শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরো বৃদ্ধি হবে বলে আশা করেন শিক্ষক ও অতিথিরা। বিজ্ঞপ্তি।