০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

খন্দকার মাহবুব হোসেনের মাগফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল

-

প্রবীণ আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম খন্দকার মাহবুব হোসেনের রূহের মাগফিরাত কামনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খন্দকার মাহবুব হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন। তারা মরহুমের জন্য দোয়া করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইচ চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র গাজী কামরুল ইসলাম সজল, মো: শিশির মনির, মোস্তাফিজুর রহমান, এম মাসুদ রানা, এ কে খান উজ্জ্বল প্রমুখ।
দোয়া মাহফিলে অংশ নিয়ে জয়নুল আবেদীন বলেন, তার মৃত্যুতে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা আজ তার জন্য দেয়া করলাম। সবাই তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেছি।
প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গত ৩১ ডিসেম্বর রাত পৌনে ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনার বামনায় জন্মগ্রহণ করেন। পিতা খন্দকার আবুল হাসান ছিলেন একজন শিক্ষাবিদ। ১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৪ সালে আইন পাস করে তিনি আইন পেশায় যুক্ত হন।
১৯৮৮ সালের ১৭ জুলাই তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে চারবার নির্বাচিত হন। এ ছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদে দুইবার দায়িত্ব পালন করেন।

 


আরো সংবাদ



premium cement
রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি ১১ ইয়েমেনির ৫ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক : মুখপাত্র শিখা জানা গেল কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া

সকল