০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

খন্দকার মাহবুব হোসেনের মাগফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল

-

প্রবীণ আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম খন্দকার মাহবুব হোসেনের রূহের মাগফিরাত কামনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খন্দকার মাহবুব হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন। তারা মরহুমের জন্য দোয়া করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইচ চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র গাজী কামরুল ইসলাম সজল, মো: শিশির মনির, মোস্তাফিজুর রহমান, এম মাসুদ রানা, এ কে খান উজ্জ্বল প্রমুখ।
দোয়া মাহফিলে অংশ নিয়ে জয়নুল আবেদীন বলেন, তার মৃত্যুতে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা আজ তার জন্য দেয়া করলাম। সবাই তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেছি।
প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গত ৩১ ডিসেম্বর রাত পৌনে ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনার বামনায় জন্মগ্রহণ করেন। পিতা খন্দকার আবুল হাসান ছিলেন একজন শিক্ষাবিদ। ১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৪ সালে আইন পাস করে তিনি আইন পেশায় যুক্ত হন।
১৯৮৮ সালের ১৭ জুলাই তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে চারবার নির্বাচিত হন। এ ছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদে দুইবার দায়িত্ব পালন করেন।

 


আরো সংবাদ



premium cement
সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন লাল কার্ডে মাঠের বাইরে ভিনিসিয়াস ৭ বছর পর লন্ডনে মা ও মাতৃস্নেহ বঞ্চিত ছেলের সাক্ষাৎ রাশিয়ার সু-৩৪ সুপারসনিক বোমারু বিমানের ইউক্রেনের শক্তিশালী অবস্থান কুরস্ক সীমান্তে হামলা মাদুরোর শপথ গ্রহণের প্রাক্কালে বিক্ষোভ ও সমাবেশের প্রস্তুতি বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি বন্দীদের পরিবারগুলোর মামলা ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে স্বৈরাচারের দোসরদের অপপ্রচারের প্রতিবাদ গ্রামীণ ব্যাংকে কমতে পারে সরকারি মালিকানার অংশীদারিত্ব একেনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন থিকসানার হ্যাটট্রিকেও জিততে পারল না শ্রীলঙ্কা

সকল