বই জীবনের পরিপূরক : প্রধান বিচারপতি
- বাসস
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:১৮
আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বই জীবনের পরিপূরক।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) আয়োজিত বইমেলার উদ্বোধন করে তিনি গতকাল এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আমি সব সময় মনে করি বই জীবনের পরিপূরক। আমাদের জীবনযাত্রায় আমরা বহু ধাপ বা অধ্যায় পার হয়ে আসি। তবে সেই সব অধ্যায় বা ধাপগুলোতে যদি কোনো অপরিপূর্ণতা থেকে যায় বা অস্পষ্টতা থেকে যায় সেখানে কিন্তু আর ফেরত যাওয়ার সুযোগ থাকে না। কিন্তু একটা বই শুরু থেকে শেষ করার পর যদি মনে হয় কোন অধ্যায় আপনি বোঝেননি তাহলে কিন্তু সুযোগ থাকে ফেরত যাওয়ার। সেই সুবাধে ওই বইয়ের অস্পষ্টতা কিন্তু দূর হয়ে যায়। সেই সাথে আমি যেটা মনে করি, জীবনের কতগুলো অস্পষ্টতাও এ ক্ষেত্রে স্পষ্ট হয়ে যায়।’ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপরে বই লেখার আহ্বান জানান। একপর্যায়ে তিনি বই মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় তার সাথে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলায় অনুষ্ঠিত বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো: মাহফুজুর রহমান মিলন।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো: রবিউল হাসান বাসসকে জানান, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলায় আয়োজিত বইমেলায় এবার ৪৮টি স্টল রয়েছে। বইমেলায় আইন, রাজনীতি, শিশু- সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বই পাওয়া যাচ্ছে।’
সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, ২০১৫ সালে প্রথম বার ভবন প্রাঙ্গণে বইমেলার আয়োজন শুরু হয়। তিনি তখন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ছিলেন। এই মেলায় আইনের বই ছাড়াও বিভিন্ন ধরনের বই পাওয়া যায়।
সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, ‘আইন পেশা একটি বুদ্ধিভিত্তিক পেশা। এখানে বই অপরিহার্য বিষয়। এ মেলা আইনজীবীদের বই সংগ্রহের ক্ষেত্রে অনেক সহায়ক হয়। বইমেলায় আইন, আইনের বিভিন্ন নজির, রাজনৈতিক, শিশু-সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে লেখা বই স্টলে রাখা হয়।
তিনি বলেন, এ উদ্যোগ সুপ্রিম কোর্ট বারের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। সর্বোচ্চ আদালতের আইনজীবীরা এ মেলায় অনেক উপকৃত হচ্ছেন।