০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ঢাবি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

ঢাকা বিশ্ববিদ্যালয় বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে বক্তব্য রাখছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান -

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী গতকাল শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং বিভাগীয় অধ্যাপক ড. সুমন কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিভাগীয় অধ্যাপক ড. দিলীপ কুমার বড়–য়া, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ড. সুকোমল বড়–য়া এবং সহকারী প্রক্টর ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. শান্টু বড়–য়া সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের চেয়ারপারসন ড. নীরু বড়–য়া স্বাগত বক্তব্য দেন। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো: আনোয়ার হোসেন তরফদার ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের ভূমিকা তুলে ধরে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যালামনাইবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে সহযোগিতা করার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement