০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

নাফ নদীতে ‘গোলাগুলিতে মাদক কারবারি’ নিহত

-

সীমান্তের নাফ নদীর মোহনায় মাদক কারবারীদের সাথে গোলাগুলির সময় এক মাদককারবারি নিহত হয়েছেন বলে দাবি করেছে কোস্ট গার্ড। এ সময় ১৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার ইয়াবা।
গতকাল শনিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো: জালাল উদ্দিন জানান। নিহত মোসলেহ উদ্দিন (৩৫) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। আটকদের মধ্যে ১১ জন বাংলাদেশী নাগরিক এবং পাঁচজন রোহিঙ্গা।
কমান্ডার জালাল উদ্দিন বলেন, ভোরে নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে আসা একটি ট্রলার দেখতে পান কোস্ট গার্ড সদস্যরা। ট্রলারটিতে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দেয়া হয়। এ সময় তারা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ করে গুলি ছুড়তে থাকে। কোস্ট গার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। ‘এ ঘটনায় এক মাদক কারবারি নিহত হয়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা সম্ভব হয়। ট্রলারে থাকা ১৬ জনকে আটক এবং দেশীয় তিনটি বন্দুক, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’ লাশ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মাদক কারবারির লাশ উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement