ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার অসুস্থ স্ত্রীকে কুপিয়ে জখম
- ফরিদপুর প্রতিনিধি
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৫
ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে রাতের বেলায় ঘরে ঢুকে একজন বীর মুক্তিযোদ্ধা ও তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের বাড়িতে দেখাশোনার জন্য নিযুক্ত এক কিশোরীকেও পিটিয়ে আহত করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে ডুমাইনের পূর্বপাড়া বোস বাড়িতে। প্রতিবেশীরা খবর পেয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসে।
আহত শ্যামলেন্দু বসু (৬৫), মা কাকলী বসু (৬০) ও কিশোরী প্রীতি মালোকে (১৫) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্যামলেন্দু বসু আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সৌগত বসু।
পুলিশ বলছে, চুরির ঘটনায় বাধা দেয়ায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা জানান, হামলার সাথে তাৎক্ষণিকভাবে দু’জনকে চেনা গেছে বলে আহতদের মাধ্যমে জানা গেলেও পরে তারা এ বিষয়ে কিছু বলছেন না। এরা মাদকাসক্ত। এদের একজন ক’দিনথআগে একটি দোকানে চুরি করতে যেয়ে ধরা পড়ে। দলটিতে তিন-চারজনের মতো সদস্য ছিল বলে তারা জানতে পেরেছেন।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অর্ণব জানান, শ্যামলেন্দু বসুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার মাথার হাড় ভেঙে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে পরিবারকে পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া অন্যদের আঘাত গুরুতর নয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা