মৈত্রী সমাজকল্যাণ সঙ্ঘের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৪
“মৈত্রী সমাজ কল্যাণ সঙ্ঘের ‘মৈত্রী পৌষ মেলার’ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে গত শুক্রবার বিক্রমপুর স্টিলমিলের চেয়ারম্যান ও মৈত্রী সমাজ কল্যাণ সঙ্ঘের সভাপতি ফজলুর রহমান বকুল ক্রিকেটের টুর্নামেন্টে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিটি স্টলের স্বত্বাধিকারীর মাঝে ‘বিক্রমপুর স্টিল মিল’-এর পক্ষ থেকে বিশেষ পুুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৈত্রীর সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈত্রীর উপদেষ্টা ও পৌষ মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক রেজাউল করিম বাবু। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন বাবু, সহসভাপতি শফিকুর রহমান বাবু, সিনিয়র সভাপতি মতিউর রহমান সুরুজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরনো ঢাকার দেলোয়ার হোসেন দুলাল। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা