কাদিয়ানিদের ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
কাদিয়ানিদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন আলেমরা।
গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতমে নবুওয়ত সম্মেলনে তারা এ কথা বলেন। কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত এ সম্মেলনের আয়োজন করে।
আল্লামা শায়খ সাজেদুর রহমান ও মাওলানা জুনাইদ আল হাবিবের সভাপতিত্বে দুই অধিবেশনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় লন্ডন জামিয়া খাতামুন নাবিয়্যিনের মুহতামিম মাওলানা মুফতি সাইফুল ইসলাম বলেন, আকিদায়ে খতমে নবুওয়ত মুসলমানদের ঈমান। খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না। যুগে যুগে যারাই নবুওয়তের দাবিদার হয়েছে, তারা নিজেকে মুসলমানরূপে প্রকাশ করে স্বীয় দাবি প্রচারের চেষ্টা করেছে। কিন্তু উম্মতে মুহাম্মদি এ ব্যাপারে কুরআন-হাদিসের দিকনির্দেশনাপ্রাপ্ত হওয়ায় যখনই নবুওয়তের কোনো ভণ্ড দাবিদার আত্মপ্রকাশ করেছে, তাকে কাফের সাব্যস্ত করেছে এবং ইসলামের গণ্ডি থেকে বহিষ্কার করেছে। তাই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরাও কাফের।
সভাপতির বক্তব্যে আল্লামা সাজেদুর রহমান বলেন, বেশি মুসলিম দেশে কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে তাদের যাবতীয় বই-পুস্তক ও কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। ১৯৫৭ সালে সিরিয়া, ১৯৫৮ সালে মিসর, ১৯৭৪ খ্রিষ্টাব্দে সৌদি আরবে পাঁচ দিনব্যাপী ১০৪টি দেশের সম্মিলিত সংগঠন ‘রাবেতা আলমে ইসলামি’র অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে- ‘কাদিয়ানি সম্প্রদায় কাফের ও ইসলামবহির্ভূত। তাদের সাথে বিয়েশাদি হারাম এবং মুসলমানদের কবরস্থানে তাদের দাফন করা নাজায়েজ।’ ওই প্রস্তাবগুলো ১০৪টি দেশের প্রতিনিধিরা সম্মিলিতভাবে পাস করেছেন। তাদের মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। ১৯৭৪ সালের ৭ সেপ্টেম্বর পাকিস্তানের সংসদও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার কাদিয়ানিদের পক্ষ নিয়েছে। এখন বর্তমান সরকারকে কাদিয়ানিদের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।
স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, কাদিয়ানি সম্প্রদায়ের দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পঞ্চগড়সহ দেশের কোথাও তাদেরকে সালানা জলসার নামে কোনো প্রোগ্রাম করতে না দেয়ার জন্যও সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
সম্মেলনে আরো বক্তৃতা করেন, মাওলানা মামুনুল হক, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সালাহ উদ্দীন লন্ডন, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি জাবের কাসেমী, মুফতি নুরুল্লাহ লন্ডন, মুফতি আবদুল্লাহ মুহাম্মদ ইয়াহয়া, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আবদুল্লাহ ইয়াহইয়া, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা সুলতান মুহিউদ্দীন, মাওলানা আবদুল কাইয়ুম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা