জনবান্ধব প্রশাসন গড়তে আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ক্যাডার যার মন্ত্রণালয় তার, উপসচিব ও তদূর্ধ্ব পদে কোটাপদ্ধতি বাতিল, সব ক্যাডার সমতা ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করে জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক প্রতিবাদ সভা করেছে অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গতকাল রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, বৈষম্যহীন ও মেধাভিত্তিক জনপ্রশাসনের মাধ্যমেই প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব। একটি বিশেষ (প্রশাসনিক) ক্যাডার ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রকে ভুলপথে পরিচালিত করায় স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন হয়নি এবং কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। তারা বাংলাদেশের ২৬ ক্যাডার সার্ভিসের মধ্যে ২৫টির কর্মকর্তাদের পৃথক রেখে অনৈতিকভাবে পদ বহির্ভূত পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন। তাদের কূটকৌশলের কারণে অন্যান্য ক্যাডার সদস্যরা শুধু পদোন্নতি বঞ্চিতই হননি বরং সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। প্রশাসন ক্যাডারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে মাঠপর্যায়ে জনগণ কাক্সিক্ষত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হাসানুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভা সঞ্চালনা করেন মহাসচিব কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল। সভায় কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান, কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুক, কৃষিবিদ সালেকুর রহমান মাসুম, কৃষিবিদ মো: আসাদুল্লাহ, কৃষিবিদ মো: ইব্রাহিম খলিল, কৃষিবিদ ড. শহীদুল ইসলাম, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলাম, ডিএই’র মহাপরিচালক মো: ছাইফুল আলম, অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো: রেজাউল ইসলাম (মুকুল), কৃষিবিদ মুহাম্মদ মাহবুবুর রশীদসহ অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা