০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

শিবিরের নতুন সভাপতি জাহিদুল সেক্রেটারি নুরুল

শিবিরের নতুন সভাপতি জাহিদুল সেক্রেটারি নুরুল -

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। তিনি গত বছর সেক্রেটারি জেনারেল ছিলেন। এ ছাড়া নতুন সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। তিনি গত বছর অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেন।
গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী সেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার।
গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এর আগে যথাক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।
নব মনোনীত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এর আগে কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন জাস্টিন ট্রুডো রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনীর নতুন হামলা দুদকের মামলায় পলক-জ্যোতি গ্রেফতার যুক্তরাষ্ট্রের পরবর্তী ফার্স্ট লেডি নিয়ে নির্মাণ হচ্ছে প্রামাণ্যচিত্র দোয়ারাবাজার সীমান্ত দিয়ে পাচারকালে ভারতীয় ৭টি গরু জব্দ ভারতে ৮ মাসের শিশুর শরীরে এইচএমপি ভাইরাস যুক্তরাষ্ট্রের রাজধানীতে উচ্চ পর্যায়ের ৩ অনুষ্ঠানের নিরাপত্তা জোরদার কাতারের কাছে মার্কিন নিষেধাজ্ঞা তোলার আর্জি সিরিয়ার নড়াইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ হতাহত ৪ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ শেওলা স্থলবন্দর

সকল