ইসলামের প্রচার প্রসারে কাজ করছে সৌদি সরকার : রাষ্ট্রদূত
- নিজস্ব প্রতিবেদক
- ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদ-দুহাইলান বলেছেন, রাজকীয় সৌদি সরকার পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম প্রচার প্রসারে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য এসব কর্মসূচি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সৌদি সরকারের উদ্যোগে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অনেক বাংলাদেশী হাফেজ অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে আসছেন। তার মধ্যে হাফেজ সালেহ আহমাদ তাকরিম প্রথম পুরস্কার লাভ করেছে।
রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে রিলিজিয়াস অ্যাটাশে অফিস সৌদি দূতাবাসের তত্ত্বাবধানে দেশের আটটি বিভাগসহ ৯টি স্থানে হিফজ কুরআন ও হিফজুল হাদিস বাছাই পূর্ব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিসের কর্মকর্তা মাসুদুর রহমান।
হিফজুল কুরআনে দু’টি গ্রুপে ‘ক’ গ্রুপ ১৫ পারা ও ‘খ’ গ্রুপে ৩০ পারা। প্রতি গ্রুপ থেকে তিনজন করে বাছাই পর্ব থেকে নির্বাচন করা হয়। ৯টি অঞ্চল থেকে মোট ৫৪ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন।
হিফজুল হাদিস প্রতিযোগিতায় তিনজন করে মোট ২৭ জন প্রতিযোগী বাছাইপর্ব থেকে ফাইনাল পর্বে নির্বাচিত হয়।
হিফজুল কুরআন ৩০ পারায় বিজয়ীরা হলেন- প্রথম মারকাজু ফাইযুল কুরআন মিরপুর মাদরাসার ছাত্র হাফেজ আমাদুল্লাহ আবীব, দ্বিতীয় মারকাযুল আবরার মাদরাসার তাওহিদুল ইসলাম, তৃতীয় মারকাজু ফাইযুল কুরআন মাদরাসার ছাত্র নুযাইল মাহমুদ, ১৫ পারায় প্রথম হন তেকাটিয়া দেয়া পাড়া হাফিজিয়া মাদরাসার ছাত্র মো: সাকিব উদ্দীন, দ্বিতীয় আল কুরআনুল ইনস্টিটিউটের ছাত্র আরিফুল ইসলাম, তৃতীয় মারকাজুত তালিমুল কুরআন মাদরাসার ছাত্র মো: হোসাইন সরকার।
হাদিসে প্রথম তানযিমুল উম্মাহ আলিম মাদরাসা আশুলিয়ার ছাত্র জাওয়াদ আদীব, দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জের চারবাগ ডাঙ্গা ইসলামীয়া মাদরাসার ছাত্র মো: ফেরদাউস এবং তৃতীয় ঢাকার নাজিরাবাজার মাদরাসাতুল হাদিসের ছাত্র মো: এহসান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা