০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

লিড এজেন্সি নির্ধারণের সময় ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি হাবের

হজ এজেন্সির সদস্যদের সংবাদ সম্মেলনে কর্মকর্তারা : নয়া দিগন্ত -

লিড এজেন্সি নির্ধারণের সময় আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোসহ ১৩ দফা দাবি জানিয়েছে হজ এজেন্সির মালিকরা।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন হাবের প্রতিষ্ঠাতাসহ সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি এ এস এম ইব্রাহিম, সাবেক ইসি মেম্বার আকবর হোসেন মঞ্জু, প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব মাওলানা মাহবুবুর রহমান, আব্দুল হামিদ, নূরুল আলম শাহিন, মাওলানা মাহমুদুর রহমান, আহসানুর রহমান হাসান, মাওলানা আজিজুর রহমান বুলবুলি গোলাম মাহমুদ ভূইয়া মানিক, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা শাহাদাৎ হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।

সৈয়দ গোলাম সরওয়ার বলেন, আগামী ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন এবং নির্বিঘ্নে প্রতিপালনের লক্ষ্যে সুনির্দিষ্ট কিছু বিষয়ে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। যদি এগুলো না করা হয় তাহলে আগামী হজে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় তিনি লিড এজেন্সি নির্ধারণের সময় আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা, এজেন্সি প্রতি হজযাত্রী কোটা ৫০০ থেকে কমিয়ে সর্বনিম্ন ১০০ থেকে ২৫০ করা, প্রতি ৪০ জন হজযাত্রীর জন্য একজন গাইড নির্ধারণ করা, প্রতিটি এজেন্সিকে একটি বারকোড বা মিশন ভিসা প্রদান, লিড এজেন্সির মোনাজ্জেমদের জন্য ৬ মাস থেকে এক বছরের মাল্টিপল ভিসার ব্যবস্থা করা, গত ২৬ ডিসেম্বর নিবন্ধনের শেষ দিনে প্রায় সাড়ে তিন হাজার হজযাত্রীর ব্যাংক ভাউচার করা হয়েছিল সেই সব ভাউচার গ্রহণ করে দিয়ে পবিত্র হজ পালনের সুযোগ দেয়া প্রভৃতি দাবি জানান।


আরো সংবাদ



premium cement