আদর্শ শিক্ষক হলেই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব : অধ্যাপক এ বি এম ফজলুল করীম
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজধানীর খিলগাঁও গভর্নমেন্ট কলোনী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার প্রদান গতকাল অনুষ্ঠিত হয়। খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, নৈতিকতাসম্পন্ন আদর্শ শিক্ষক হলেই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। আজকে তোমাদের বিগত একটি বছর যা পড়াশোনা করছো তা মূল্যায়নের দিন। তোমারা যারা ভালো করে পড়াশোনা করেছ তাদের জন্য আজকের দিনটি আনন্দের।
আর যারা ফাঁকিবাজি করেছ তাদের জন্য কষ্টের দিন। তবে যারা ভালো ফলাফল করেছ তাদের আনন্দে যেমন একেবারে আত্মহারা হওয়ার কারণ নেই আবার যারা খারাপ করেছ তাদেরও একেবারে ভেঙে পড়ার কারণ নেই। যারা ভালো করেছ তাদের আগামীতে আরো ভালো করার চেষ্টা করতে হবে। যারা খারাপ করেছ তাদের আগামীতে ভালো করার চেষ্টা করতে হবে। তিনি বলেন, বর্তমান পৃথিবীটা গ্লোবাল ভিলেজ। এজন্য দুনিয়ার সব মানুষের সাথে তোমাকে প্রতিযোগিতা করতে হবে। তোমাদের শুধু তোমাদের কলেজ বা দেশে ভালো করলে চলবে না। তোমাদের বিশ্বের মাঝে শীর্ষ হতে হবে। দুনিয়াকে নেতৃত্ব দেয়ার স্বপ্ন তোমাদের দেখতে হবে। আমরা আশা করছি, তোমরাই আগামী দিনে শুধু বাংলাদেশকে নয়, বিশ্বকে নেতৃত্ব দেয়ার উপযোগী করে নিজেদের গড়ে তুলবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক রবিউল ইসলাম বলেন, শিক্ষকদের মনে রাখতে হবে শিক্ষকরা হলেন একটি জাতির রূপকার। মা-বাবা ভালো হলে যেমন সন্তান ভালো হয় তেমনি শিক্ষকরা যদি ভালো হন তাহলে তাদের ছাত্ররাও ভালো হবে এটাই স্বাভাবিক। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা