০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

জবির বাসে পরিবহন শ্রমিকদের হামলা, শিক্ষার্থীসহ আহত ৯

জবির বাসে পরিবহন শ্রমিকদের হামলা, শিক্ষার্থীসহ আহত ৯ -

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীবাহী উল্কা-৪ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে ড্রাইভার, হেলপার ও সাধারণ শিক্ষার্থীসহ মোট ৯ জন আহত হয়েছেন।
গতকাল সকালে মহাখালীর বাস টার্মিনাল এলাকায় একতা পরিবহনের ড্রাইভার ও হেলপাররা এ হামলা চালায় বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। আহতরা হলেন বাসচালক জগদীশ চন্দ্র, হেলপার বিলামিন আহমেদ, সাংবাদিকতা বিভাগের মিজানুর রহমান সোহাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ইসহাক হোসাইন, ফিন্যান্স বিভাগের সাহাদাত হোসেন, ১৯তম আবর্তনের আঁখি আলম, পদার্থবিজ্ঞান বিভাগের আঁখি মনি, মার্কেটিং বিভাগের নিহাল রহমান এবং রসায়ন বিভাগের দেওয়ান সাইফ।
এর মধ্যে বাসচালক জগদীশ চোখে ও হাতে মারাত্মক জখম হওয়ায় তাকে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বাসে থাকা শিক্ষার্থীরা জানান, মহাখালী ইউটার্ন এলাকায় একতা পরিবহনের বাসটি সড়ক আটকে দাঁড়িয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বাসটি অনেকক্ষণ ধরে হর্ন দিলেও ওই বাসটি দাঁড়িয়েই থাকে। ফলে সামনে এগোতে পারছিল না জবির বাসটি। এ ঘটনায় উল্কা-৪ বাসচালক জগদীশের সাথে কথাকাটাকাটি হয় একতা বাসচালকের। একপর্যায়ে মহাখালী টার্মিনালের অর্ধশতাধিক বাসচালক ও ড্রাইভার মিলে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় জবির শিক্ষার্থী ও বাসের ওপর।
ঘটনার বর্ণনা দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান সোহাগ বলেন, ‘একতা বাস এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার বিষয়ে আমাদের বাসচালক যখন বাসটির ড্রাইভারকে বলে তখন সে লাঠি দিয়ে আমাদের বাসচালকের ওপর হামলা চালায়। তার পর তাকে ধরে নিয়ে যেতে চাইলে আমরা বাধা দেই। তখন আমাদের ওপরও হামলা চালায়। বাসে মেয়ে শিক্ষার্থীরাও ছিল। তাদের ওপরও ইট-পাথর ছুড়ে মারে।’


আরো সংবাদ



premium cement