নগরভবনে প্রস্তুত হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দফতর
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:১১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩, ১৪ ও ১৫ তলার তিনটি ফ্লোর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য দেয়া হয়েছে। সেখানে ধোয়া-মোছা ও সংস্কারের কাজ চলছে। গতকাল থেকে সেখানে মন্ত্রণালয়ের অফিস করার কথা ছিল।
গতকাল নগরভবনের ১৪তলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের কক্ষ প্রস্তুত করে রঙ ও ধোয়া-মোছার কাজ করতে দেখা গেছে। তিনটি ফ্লোরের কক্ষের মধ্যে কে কোনটাতে বসবেন কাগজে তা কক্ষের সামনে সাঁটানো হয়েছে। অফিসের জন্য আনা হচ্ছে আসবাবপত্র। সব কক্ষের জন্য ফ্যান ও ইউটিলিটির সুবিধা স্থাপন করা হচ্ছে।
ডিএসসিসি অঞ্চল-১-এর সহকারী প্রকৌশলী আহসান হাবীব বলেন, ১৪ ও ১৫ তলার কক্ষগুলো প্রায় দেড় থেকে দুই বছর খালি পড়ে ছিল। এখন সেগুলো সংস্কার করে ধোয়া-মোছা ও রঙের কাজ চলছে।
ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা বলেন, ১৪ ও ১৫ তলায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) প্রজেক্ট ছিল। দেড়-দুই বছর আগে তারা তাদের নিজস্ব ভবনে চলে গেছে। তখন থেকেই এ দু’টি ফ্লোর ফাঁকা। ১৩তলার অর্ধেক অংশে আমাদের দু-একটি বিভাগ ছিল। সেগুলো নিচে ফাঁকা জায়গায় স্থানান্তর করা হয়েছে। রোববারের মধ্যে ধোয়া-মোছা ও ছোটখাট সংস্কার কাজ শেষ হবে। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই মাস এখানে অফিস করবে। মন্ত্রণালয়ে সংস্কারকাজ শেষ হলে আবার চলে যাবে। তবে বৃহত্তর স্বার্থে মন্ত্রণালয় ডিএসসিসির ভবনে এলে একই ভবনে থাকায় আমাদেরও দ্রুত সিদ্ধান্ত নেয়া সহজ হবে- কাজেও গতি বাড়বে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা