০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

মুসলিম লীগের ১১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

-

উপমহাদেশের ঐহিত্যবাহী রাজনৈতিক দল মুসলিম লীগের ১১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। তদানীন্তন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের মুসলমানদের স্বার্থ রক্ষার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে, বঙ্গভঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপটে ঢাকার নবাব স্যার খাজা সলিমুল্লাহ ১৯০৬ সালের ২৮ ডিসেম্বর সমগ্র ভারত বর্ষের শীর্ষস্থানীয় ৩০০০ মুসলিম নেতাকে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা সম্মেলনের আমন্ত্রণ জানিয়ে ঢাকায় সমবেত করেন। শিক্ষা সম্মেলন শেষে ৩০শে ডিসেম্বর নবাবদের বাগানবাড়ী শাহবাগের ইশরাত মঞ্জিলে নবাব সলিমুল্লাহর প্রস্তাবনায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম জাতিসত্তার আদর্শে বলিয়ান রাজনৈতিক দলটি বেনিয়া ইংরেজ ও ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের শোষণ, বঞ্চনা আর অবহেলার বিরুদ্ধে দিশেহারা মুসলমানদের শুধু ঐক্যবদ্ধই করেনি, ৪১ বছর লাগাতার লড়াই-সংগ্রামের মাধ্যমে ১৯৪৭ সালে ভারত বিভক্ত করে প্রতিষ্ঠা করে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের। আজাদি আন্দোলন নামে পরিচিত এ বুনিয়াদি স্বাধীনতার উপর ভিত্তি করেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল বাংলাদেশের পূর্ণাঙ্গ স্বাধীনতা। তা ছাড়া মুসলমানদের শিক্ষা সচেতন করার জন্য দল ও দলটির নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠান স্থাপনে তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মুসলিম লীগ প্রতিষ্ঠা উপমহাদেশ রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
দিনটি স্মরণে বাংলাদেশ মুসলিম লীগ আজ বেলা ৩টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন; সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো: মহসীন রশিদ। জাতীয় ও দলীয় নেতারা আলোচনায় অংশগ্রহণ করবেন।

 


আরো সংবাদ



premium cement