০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

সিজেএফডির সভাপতি মুজিব মাসুদ ও সাধারণ সম্পাদক হলেন মোয়াজ্জেম রোকন

চিটাগাং জার্নালিস্ট ফোরামের নবগঠিত কমিটির সাথে নির্বাচন পরিচালনা কমিটি : নয়া দিগন্ত -

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার (সিজেএফডি) নতুন কমিটি (২০২৫-২৬) গঠন করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক বাসসের নিউজ এডিটর ও বিশেষ প্রতিবেদক মোয়াজ্জেম হোসেন রোকন নির্বাচিত হয়েছেন।
শনিবার মতিঝিলের সন্দ্বিপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিজেএফডির সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সন্তোষ শর্মা ও মাসুমুর রহমান খলিলী।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি কাশেম মাহমুদ (বাসস), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) (গ্লোবাল টেলিভিশন) এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এস এম জিয়া (সরাসরি)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- কমর উদ্দিন (চাটগাঁ), হুমায়ুন কবির (যুগান্তর), উম্মুন নাহার আজমি (ইন্ডিপেন্ডেন্ট টিভি) ও শিপংকর শীল (ভোরের আকাশ)। এর আগে সিজেএফডির ২১তম বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি মামুন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন সাধারণ সদস্যদের সম্মতিতে অনুমোদন দেয়া হয়। সিজেএফডির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, আনিস আলমগীর, অনুপ খাস্তগীর, শাহীন উন আলম, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, বাকের হোসাইন, মামুন আবদুল্লাহ, সায়েম টিপু, শামীম জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন সিজেএফডির সিনিয়র সদস্য এনামুল হক, রহিম শাহ, খোকন বড়ুয়া প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক অর্থ সম্পাদক, মোমেনা আক্তার পপি (দৈনিক বাংলাদেশের খবর), সিজেএফডির সদস্য, আনোয়ার হোসেন (বাংলাদেশ পোস্ট), মহিউদ্দিন শিবলী (ভোরের পাতা) সহ অন্যরা।


আরো সংবাদ



premium cement