জাতীয় ঐক্য হচ্ছে একটি দেশ উন্নয়নের মূল ভিত্তি : ড. আজহারী
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জাতীয় ঐক্য হচ্ছে একটি দেশ উন্নয়নের মূল ভিত্তি। তাই সবাইকে হিংসা হানাহানি বন্ধ করে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। শুক্রবার রাতে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার ঐতিহাসিক তাফসিরুল কুরআন মহাফিলে প্রধান আলোচকের বক্তব্যে আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী এ কথা বলেন।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এ দেশে সকাল সম্প্রদায়ের লোক অতীতের চেয়ে বর্তমানে অনেক নিরাপদে রয়েছে।
পেকুয়ার মরহুমা মওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদ উদ্যোগে ঐতিহাসিক এ তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। বিশাল এ মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে।
অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালে উপস্থিত ছিলেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলমীর কেন্দ্রীয় পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসিদ, ড. হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ ও জামায়েতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল আল ফারুক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা