২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় নারীসহ নিহত ২

-

রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া গতির কাভার্ডভ্যান চাপায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহত নারীর আনুমানিক বয়স ৬০ ও পুরুষের বয়স ৭০। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা দুইজনকে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন। গতকাল রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি। তবে যাত্রাবাড়ী থানার এসআই মো: কাউসার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে নিহত দুইজন স্বামী-স্ত্রী। সিআইডির ক্রাইমসিনের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো: রহমতুল্লাহ বলেন, দুপুরে কুতুবখালী স্কুলের সামনে মানুষের জটলা দেখতে পেয়ে এগিয়ে যাই। সেখানে দেখি একজন পুরুষ ও মহিলা রক্তাক্ত অবস্থায় পরে আছেন। তাদের দুইজনকে দ্রুত প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিলে নারীর মৃত্যু হয়। পরে ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যালে নিলে তিনিও মারা যান।

তিনি আরো বলেন, জানতে পেরেছি দু’জন কুতুবখালীতে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী।
এসআই মো: কাউসার হোসেন আরো জানান, ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারি দুপুরের দিকে যখন রাস্তা পার হচ্ছিলেন তখন একটি কাভার্ডভ্যান বেপরোয়াভাবে যাচ্ছিল। পরে দইজনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় কাভার্ডভ্যানটি। তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে ঘাতক যানটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement