ক্যান্সারে আক্রান্ত মেয়ের জন্য সাহায্যের আকুতি
- তুরাগ (ঢাকা) সংবাদদাতা
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৩
ক্যান্সারে আক্রান্ত মেয়ের সুচিকিৎসার জন্য সাহায্যের করুণ আকুতি জানিয়েছেন পিতা মো: আব্দুর রহমান। তার মেয়ে সুমাইয়া আক্তার রুমি (১০) সিরাজুম মনিরা মডেল মাদরাসার হিফজ শাখার ছাত্রী। কিছ ুদিন আগে সিঁড়ি থেকে পড়ে তার হিপ জয়েন্ট ফেটে যায়। ডাক্তারের পরামর্শে সিটিস্ক্যান, এমআরআই ও বায়োপসি পরীক্ষা করালে আঘাতপ্রাপ্ত স্থানে ৯৫% ইনফেকশন ধরা পড়ে। পিতা আব্দুর রহমান আশুলিয়ায় একটি গার্মেন্টসে কর্মরত। তার প্রিয় মেয়ের জন্য এ পর্যন্ত প্রায় ১১ লাখ টাকা ব্যয় করে তিনি সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। সম্পূর্ণ চিকিৎসায় কমপক্ষে আরো ৮ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যেই তিনি তার সহায় সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন। তাই তিনি দেশের বিত্তবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ডা: ফেরদৌসির তত্ত্বাবধানে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি আছেন তার মেয়ে। তার বিকাশ নং-০১৯২৬৩২৫২৪২, ইসলামী ব্যাংক আশুলিয়া শাখা হিসাব নং-২০৫০৪৪৩০২০০৫৯৪৩০১।