রাঙ্গামাটিতে ইফার ইমাম সম্মেলন
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১১
রাঙ্গামাটি জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে ইমাম সম্মেলন করেছে রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
বৃহস্পতিবার রাঙ্গামাটি প্রেস ক্লাব ভবনের রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙ্গামাটি সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি জেলা পরিষদ নবনিযুক্ত সদস্য হাবিবে আযম ও নবনিযুক্ত সদস্য মিনহাজ মুরশীদ। এর আগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব মনোনীত দু’জন সদস্যসহ অতিথিদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা